রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় উদ্যোক্তা ও খামারি সৃস্টির লক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে দিনব্যাপী এ প্রদর্শনী মেলায় ৩৩ স্টলে গবাদিপশুসহ বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি ও পাখি প্রদর্শিত হয়।

এই মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম।

এসময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো. আজহারুল আলম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. হাবিব ফরহাদ আলম, প্রাণীসম্পদ কর্মকর্তার কার্যালয়ের সহকারী মো. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।