রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা:

নরসিংদীর রায়পুরায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে দিনব্যাপী কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন।

আজ বুধবার দিনব্যাপি উপজেলা হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেনের সভাপতিত্তে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. সাজ্জাত হোসেন, রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আব্দুল মোমেন, মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সামালগীর আলম, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনিরুজ্জামান, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ প্রমূখ।

এ ছাড়াও কর্মশালায় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তার পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, সাংস্কৃৃতিক কর্মী, ক্রিড়াবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নিয়ছেন।

বক্তারা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা এককভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষে সম্ভব নয়। মাদক নিয়ন্ত্রণে সকলকে এগিয়ে আসতে হবে। সচেতন হতে হবে। সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর এজন্য তৃনমূল পর্যায়ের মানুষের মতামতের ভিত্তিতে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।

পরে অংশগ্রহণকারীরা উন্মুুক্ত আলোচনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য তাদের স্ব স্ব মতামত প্রদান করেন।