1. news@channel16.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. e9a32b5bbbda5c514526cd7a293eb1a7@f8d73956a2d42d.com : e9a32b5bbbda5c514526cd7a293eb1a7 :
May 17, 2024, 1:46 am

রায়পুরায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, অক্টোবর ১, ২০২৩
  • 61 বার

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় অগ্নিকাণ্ডের ঘটনায় বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার গভীর রাতে (৩০ সেপ্টেম্বর) উপজেলার হাইরমারা ইউনিয়নের বীরকান্দি মধ্য পাড়া এলাকার জাকারিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, এসময় ঘরে থাকা আসবাবপত্র ও স্বর্ণালঙ্কারসহ দুটি গবাদী পশু পুড়ে অন্তত ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধনের দাবি ভুক্তভোগী পরিবারে। আগুন নেভাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বাড়ি মালিক জাকারিয়া। তার শরীরের পিছনের অংশে আগুনে ঝলসে গেছে।

জাকারিয়া ও তার স্ত্রী রওশন আরা জানান, রাতে হঠাৎ বাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে। তখন ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুন নিয়ন্ত্রনে আসলেও এর আগেই পুড়ে গেছে ঘরের ভেতর থাকা আসবাবপত্র। আগুনে পুড় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত ২ বছর যাবত পার্শ্ববর্তী খোরশেদ, অহিদ ও শহিদদের সাথে জমি সংক্রান্ত একটি বিষয় নিয়ে মামলা চলে আসছিলো। এরই জেরে তারাই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে পারে ধারণা করা হচ্ছে।

অভিযুক্ত খোরশেদ ও অহিদ মিয়ার সাথে কথা হলে তারা জানান, ‘প্রতিপক্ষরা আমাদের ফাঁসাতে আগুনের ঘটনায় আমাদের নাম জড়িয়েছে। আমরা এ ব্যাপারে কিছু জানিনা। সকালে বাড়িতে এসে আগুন লাগার খবর শুনতে পাই।’

রায়পুরার আমিরগঞ্জ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2017 channel16tv
Web Design By Khan IT Host