1. news@channel16.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. e9a32b5bbbda5c514526cd7a293eb1a7@f8d73956a2d42d.com : e9a32b5bbbda5c514526cd7a293eb1a7 :
May 18, 2024, 3:30 pm

ময়মনসিংহে জাতীয় সাহিত্য ফাউন্ডেশনের নতুন কমিটির অভিষেক

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, মে ২৮, ২০২২
  • 92 বার

ময়মনসিংহ প্রতিনিধি:

জাতীয় সাহিত্য ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মে) বিকালে জেলা পরিষদের শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সাহিত্য ফাউন্ডেশনের সভাপতি মির্জা হজরত সাঈজী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিশু সাহিত্যিক ফারুক নওয়াজ।

জাতীয় সাহিত্য ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অহনা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি সোহরাব পাশা, কবি স.ম শামসুল আলম, ছড়াকার সরকার জসিম, কবি মাহমুদ আল মামুন, কবি অর্ণব আশিক, কবি আসাদ উল্লাহ, গল্পকার নাহিদ হাসান রবিন, কবি মামুন রশিদ, কবি আলম মাহবুব, কবি মুখলেছুর বাসার ভাসানী, কবি স্বাধীন চৌধুরী, প্রতিদিনের কাগজ এর সম্পাদক মাহমুদুল হাসান রতন প্রমুখ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় সাহিত্য ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কবি আমিনুল শাহ, জাতীয় সাহিত্য ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক রাহাতুল রাফি।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি পারভেজ শিহাব। আলোচনা শেষে ফোকলোরবিদ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি আমিনুর রহমান সুলতানকে সংবর্ধনা দেওয়া হয়।

পরে সুস্থির রঞ্জন সরকারের কাব্যগ্রন্থ এক কাপ রং চা, পংকজ পালের বৃষ্টির সকাল, রঞ্জিত সরকারের খেরো খাতার এক পাতা, জারমিন কোমা সৌহেলীর গল্পগ্রন্থ একটি লাশের যাত্রা, বিনয় দেবনাথের কাব্যগ্রন্থ সেই করে তোমায় দেখেছিলাম, আইয়ুব আলীর গীতিকাব্য আইয়ুব গীতি, মাহমুদ আল মামুনের কাব্যগ্রন্থ শব্দে শব্দে যুদ্ধ, অহনা নাসরিনের একজন আগুন্তুক ও একটি সানগ্লাস এই ১০টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি স্বরচিত কবিতা আবৃত্তি করেছেন ময়মনসিংহের বরেণ্য কবি ও লেখকগণ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2017 channel16tv
Web Design By Khan IT Host