1. news@channel16.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. e9a32b5bbbda5c514526cd7a293eb1a7@f8d73956a2d42d.com : e9a32b5bbbda5c514526cd7a293eb1a7 :
May 17, 2024, 6:28 am

মানবাধিকার সংস্থা “আমাদের আইন” শেরপুরের উদ্যোগে বৃক্ষরোপন

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, আগস্ট ৩১, ২০২৩
  • 44 বার

মোঃ মুরাদ মিয়া, শেরপুর জেলা প্রতিনিধি:

“জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব থেকে পরিবেশ ও মানুষকে রক্ষায় যথাযথ ও সময় মতো পদক্ষেপ গ্রহণ করেছে ” মানবাধিকার সংস্থা আমাদের আইন “শেরপুর জেলা কমিটি ।

গাছ লাগিয়ে যত্ন করুন, সবুজ শ্যামল পরিবেশ গড়ুন” এই স্লোগানকে ধারণ করে মানবাধিকার সংস্থা “আমাদের আইন” শেরপুর সদর উপজেলা কমিটির আয়োজনে বৃক্ষরোপণ, পরিচর্যা ও রক্ষণাবেক্ষন কর্মসূচি অনুষ্ঠিত হয় ৷

৩১ আগষ্ট (বৃহস্পতিবার) বিকালে শেরপুর সদর উপজেলার ১ নং কামারের চর ইউনিয়নের ৬নং লতারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুইটি ভেজষ ঔষধি গাছ রোপনের করা হয় ৷

এ সময় উপস্থিত ছিলেন, মানবাধিকার সংস্থা “আমাদের আইন” এর শেরপুর জেলার সেক্রেটারি ও কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মো.নাজমুল আলম,জেলা কমিটির যুগ্ন সম্পাদক শান্ত রায়, সদর উপজেলা শাখার সভাপতি খাইরুল ইসলাম, সদর উপজেলা সহ – সভাপতি ও ১নংকামারের চর ইউনিয়ন পরিষদের সদস্য আতাউর রহমান আক্তার ,আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মুরাদ হাসান , অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুর রশীদ খাঁন ও সরকারী শিক্ষক মোঃ আনোয়ার হোসাইন , বিদ্যালয়ের জমিদাতা আলহাজ্ব মোঃ আঃ হালিম ,মানবাধিকার সংস্থা আমাদের আইন কামারের চর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সভাপতি মোঃ আলম , মমিন,নবিজল সহ প্রমুখ।

এ সময় উপস্থিত বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা,সবুজ শ্যামল ও সুস্থ সুন্দর পরিবেশ গড়তে সকল কে কমপক্ষে একটি করে গাছ লাগানোর পরামর্শ প্রদান এবং গাছ লাগিয়ে এর সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2017 channel16tv
Web Design By Khan IT Host