1. news@channel16.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. e9a32b5bbbda5c514526cd7a293eb1a7@f8d73956a2d42d.com : e9a32b5bbbda5c514526cd7a293eb1a7 :
May 18, 2024, 1:38 pm

বিরতীহীনভাবে চলছে ভোট গ্রহন; ভোটকেন্দ্রে মানুষের ঢল

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, মে ২৫, ২০২৩
  • 42 বার

ডেস্ক রিপোর্ট:

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট শুরু হয়েছে বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮ টায়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিচ্ছেন তারা।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ৪৮০টি ভোটকেন্দ্র রয়েছে। নির্বাচনে মেয়র পদে ৮ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৭৯ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৪৬ জনসহ মোট ৩৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান নৌকা, স্বতন্ত্র জায়েদা খাতুন টেবিলঘড়ি, সরকার শাহানুর ইসলাম রনি হাতি, হারুন অর রশিদ ঘোড়া, গণফ্রন্টের আতিকুল ইসলাম মাছ, জাপার এম এম নিয়াজ উদ্দিন লাঙ্গল, ইসলামী আন্দোলনের গাজী আতাউর রহমান হাতপাখা, জাকের পার্টির রাজু আহম্মেদ গোলাপ ফুল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেন্দ্রগুলো টহল দিচ্ছেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পুলিশ, র্যাব, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের পাশাপাশি বিজিবি সদস্যরা।

সূত্র: ইত্তেফাক

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2017 channel16tv
Web Design By Khan IT Host