এশিয়ান হকি ফেডারেশন জুনিয়র (অনূর্ধ্ব-২১) এশিয়া কাপ হকি আয়োজনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে। পুরুষ ও নারী এশিয়া কাপের আয়োজন করতে পারবে কি না, জানতে চায় এশিয়ান হকি ফেডারেশন।

বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেছেন, ‘প্রস্তাব এসেছে, কিন্তু আয়োজন করতে পারব কি না, সেটা এখনো বলতে পারছি না। কারণ নারী ও পুরুষ দুটি টুর্নামেন্টের খেলা হবে। আগামী সেপ্টেম্বর থেকে অক্টোবরে খেলা হওয়ার কথা রয়েছে।’ তিনি বলেন, ‘ফেডারেশনের সভাপতির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হবে, তারপর সিদ্ধান্ত হবে।’

তবে এ দুটি জুনিয়র এশিয়া কাপ আয়োজন করতে হলে বাংলাদেশকে প্রতিটি আসরের জন্য ৩০ হাজার ডলার করে ৬০ হাজার ডলার এশিয়ান হকি ফেডারেশনের অ্যাকাউন্টে জমা দিতে হবে। ন্যাশনাল ব্যাংকের একজন নারী কর্মকর্তা জানালেন, এখন ডলারের সংকট রয়েছে। ১০ হাজার ডলারের এলসি খুলতে হলে প্রধান কার্যালয়ের অনুমতি লাগে।

সূত্র: ইত্তেফাক