1. news@channel16.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. e9a32b5bbbda5c514526cd7a293eb1a7@f8d73956a2d42d.com : e9a32b5bbbda5c514526cd7a293eb1a7 :
May 20, 2024, 8:35 am

রায়পুরায় টিপিএল ফাইনালে মেথিকান্দা নাইট রাইডার্স জয়ী

ফাহিম আহমেদ খান, রায়পুরা (নরসিংদী):
  • আপডেট টাইম : শুক্রবার, অক্টোবর ২২, ২০২১
  • 276 বার

নরসিংদীর রায়পুরায় শতদল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে টিপিএল’র ৮ম আসরের ফাইনাল খেলা শুক্রবার বিকালে রায়পুরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)র স্থপতি বুয়েট ও প্রজেক্ট অফিসার মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন।

খেলার উদ্বোধন করেন রায়পুরা উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও গৌরিপুর যুব সংঘের সাধারণ সম্পাদক হাজী আল মামুন।

প্রধান পৃষ্ঠপোষক ছিলেন আকিজ ফুড এন্ড বেভারেজের (এজিএম) মো. সানাউল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নূর উদ্দিন আহমেদ, শিল্পপতি ওবাইদুর রহমান (রাজিব), মো. আল আমিন ভূইয়া,  আমরা শান্তিপূর্ণ রায়পুরা চাই’র আহবায়ক শফিকুল ইসলাম শফিক, পৌরসভা ছাত্রলীগের সভাপতি ডা. রফিকুল আলম রুবেল, শতদল স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা একেএম মহিউদ্দিন, প্রেসিডিয়াম সদস্য খালিদুল ইসলাম বাবু, খন্দকার শাহ নেওয়াজ, আশিকুর রহমান বজলু, হাবিবুর রহমান হাবিব, মাহমুদুল আলম তুহিন, ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান প্রমূখ।

আল-আমিন, সৈকত ও শামিম মোল্লার পরিচালনায় টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৪ রান করতে সমর্থ হয় মেথিকান্দা নাইট রাইডার্স, ১১৫ রানের বিশাল রান তারা করতে নেমে ১০ ওভারে ৫ ইউকেট হারিয়ে ১০০ রান করতে সমর্থ হয় লিজেন্ড অব মেথিকান্দা ওয়ারির্স। ফলে মেথিকান্দা নাইট রাইডার্স ১৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে। পুরস্কার হিসেবে দুই দলকে ক্রেষ্ট ও বিজয়ী দলকে ৩০,০০০/- ও বিজীত দলকে ২০,০০০/- হাজার নগদ অর্থ প্রধান করা হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2017 channel16tv
Web Design By Khan IT Host