1. news@channel16.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. e9a32b5bbbda5c514526cd7a293eb1a7@f8d73956a2d42d.com : e9a32b5bbbda5c514526cd7a293eb1a7 :
May 20, 2024, 5:35 am

রায়পুরায় বিনামূল্যে সারসহ হাইব্রিড ও উফসী ধানের বীজ বিতরন

ফাহিম আহমেদ খান, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, নভেম্বর ২৩, ২০২১
  • 152 বার

নরসিংদীর রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ২ হাজার ৬শ ৮০ জন কৃষকের হাতে বিনামূল্যে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ ও ১ হাজার ৭শ ৬০ জন কৃষকের মাঝে কেজি করে উফসী ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার তুলেদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বণি আমিন খান, সহকারি কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের মাঝে বিনামূল্যে এসব সার ও বীজ বিতরন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2017 channel16tv
Web Design By Khan IT Host