রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর চারঘাট উপজেলায় নতুন করে আরো ৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ২৪৯ জনে।

সোমবার (৭ জুন) সকালে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ও করোনা ফোকাল পারসন ডা. শংকর কুমার এই তথ্য নিশ্চিত করেছেন।

ডা. শংকর কুমার বলেন, গত ২ জুন পরীক্ষার জন্য ২০ জনের নমুনা পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে। রবিবারের পরীক্ষায় এদের মধ্যে ৬ জনের দেহে করোনা পজিটিভের রেজাল্ট পাওয়া যায়।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিজেন টেষ্টে আরো ২ জনের করোনা পজিটিভ হয়েছে। আক্রান্তরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান বলেন, বর্তমানে করোনার সংক্রমণের হার অনেক বেশি। এজন্য সপ্তাহে দুইদিনের পরিবর্তে তিনদিন নমুনা সংগ্রহ করা হচ্ছে। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই করোনা অ্যান্টিজেন টেষ্ট চলমান আছে।