1. news@channel16.tv : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. e9a32b5bbbda5c514526cd7a293eb1a7@f8d73956a2d42d.com : e9a32b5bbbda5c514526cd7a293eb1a7 :
May 20, 2024, 4:58 am

চারঘাটে গ্রাহক বিদ্যুৎ বিল বকেয়া ৩ কোটি ১১ লাখ টাকা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, জুন ২২, ২০২১
  • 185 বার

মোঃ সাইফুল ইসলাম রায়হান, রাজশাহী প্রতিনিধি:

নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর চারঘাট জোনাল অফিসের আওতায় রয়েছে রাজশাহীর চারঘাট উপজেলার একটি পৌরসভা ও ৬টি ইউনিয়ন। এই পৌরসভা ও ইউনিয়নগুলোর বাসিন্দাদের মধ্যে সেবা নিচ্ছেন ৬২ হাজার ৬২৯ জন গ্রাহক। বর্তমানে এসব গ্রাহকের বকেয়া বিদ্যুৎ বিল ৩ কোটি ১১ লাখ টাকা।

এসব বিল উত্তোলন করতে হিমশিম খাচ্ছে পল্লীবিদ্যুৎ সমিতি। নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর চারঘাট জোনাল অফিস থেকে জানা যায়, ২০২১ সালের মে মাস পর্যন্ত আবাসিক বকেয়া বিল ১ কোটি ৯৭ লাখ টাকা, বাণিজ্যিক বকেয়া বিল ৩৫ লাখ টাকা, দাতব্য প্রতিষ্ঠানে (মসজিদ, মদ্রাসা, মন্দির, ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল-কলেজ ইত্যাদি) ২২ লাখ টাকা ও অন্যান্য খাতে ৫৭ লক্ষ টাকা বকেয়া বিল রয়েছে।

এদিকে সংশ্নিষ্ট বিদ্যুৎ বিভাগ জরুরি ভিত্তিতে বকেয়া বিদ্যুৎ বিল সংগ্রহে তাদের কর্মীদের দিয়ে গ্রামে গ্রামে মাইকিং করে বিদ্যুৎ বিল পরিশোধের অনুরোধ করছে।

চারঘাট জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মুক্তার হোসেন জানান, বিদ্যুৎ গ্রহকদের সেবায় আমরা দিনরাত ঝড়-বৃষ্টি উপেক্ষা করে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছি। তারপরও গ্রাহকরা যদি বকেয়া বিল পরিশোধ না করেন তবে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2017 channel16tv
Web Design By Khan IT Host